1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
লামায় পাহাড় কাটার দায়ে ৬ ইটভাটাকে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা - mtvonlinenews
November 16, 2025, 11:19 pm

লামায় পাহাড় কাটার দায়ে ৬ ইটভাটাকে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

এস এম আকাশ > নিজস্ব প্রতিনিধি।
  • Update Time : Thursday, November 6, 2025
  • 86 Time View

লামায় পাহাড় কাটার দায়ে ৬ ইটভাটাকে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা।

 

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় পাহাড় কাটার দায়ে ৬ ইটভাটাকে ১৮ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবায়েত আহমেদ।

 

বুধবার ৫ নভেম্বর ২০২ইং তারিখ দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত লামা উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬ টি ইটভাটায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

 

উপজেলা প্রশাসন জানা যায়, উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ইয়াংছায় এবং ফাইতং ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক পরিচালিত এক অভিযানকালে সর্বমোট ৬ টি ইটভাটাকে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে পাহাড় থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসাবে তা ব্যবহারের অপরাধে
মোট ১৮ লক্ষ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়৷

 

এ সময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷

 

অর্থদণ্ড প্রাপ্ত ইটভাটাগুলো হলো, ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছায় অবস্থিত PBM, BNB, এবং
ফাইতং ইউনিয়নে অবস্থিত YSB, BMW, 4BM, UBN।

 

এবিষয়ে লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুবায়েত আহমেদ বলেন, তারা পাহাড়ের মাটি কেটে ইট বানানোর কাঁচামাল তৈরি করছিল। তাই তাদেরকে এই জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category