চাঁদপুরের কচুয়ায় মজলুম ইমাম-খতীবের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত, শানে সাহাবার হস্তক্ষেপে সুষ্ঠু সমাধান।
চাঁদপুর জেলার কচুয়া উপজেলার পালাখাল ইউনিয়নের দোয়াটি ইব্রাহিমিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম-খতীব সাহেবকে সম্প্রতি কোনো পূর্ব নোটিস ও যথাযথ প্রক্রিয়া অনুসরণ ছাড়াই আকস্মিকভাবে বিদায় দেওয়ার একটি দুঃখজনক ও অনভিপ্রেত ঘটনা ঘটে। এতে এলাকাবাসী ও ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনায় নিজেকে মজলুম মনে করে সম্মানিত ইমাম-খতীব সাহেব ন্যায়বিচার ও সহযোগিতার আশায় শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন, চাঁদপুর জেলা শাখার শরণাপন্ন হন। বিষয়টি অবগত হওয়ার সাথে সাথেই শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা আবু বকর সিদ্দিক রাশেদ সাহেব বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমলে নেন।
এরপর শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন চাঁদপুর জেলা কমিটি এবং কচুয়া উপজেলা কমিটির যৌথ উদ্যোগে মসজিদ কমিটির সঙ্গে একাধিক দফা আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনায় শরীয়তসম্মত নীতি, সামাজিক ন্যায়বিচার এবং একজন ইমাম-খতীবের মর্যাদা ও অধিকার সংরক্ষণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।
ফলশ্রুতিতে মসজিদ কমিটি তাদের ত্রুটি অনুধাবন করে সম্মানিত ইমাম-খতীব সাহেবকে তার প্রাপ্য ও উপযুক্ত সম্মানি প্রদান করে সসম্মানে বিদায় প্রদান করেন। একই সঙ্গে মসজিদ কমিটি ভবিষ্যতে কোনো ইমাম বা খতীবকে এভাবে হঠাৎ ও অসম্মানজনকভাবে বিদায় না দেওয়ার প্রতিশ্রুতি প্রদান করেন এবং এ ধরনের নেক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনকে আশ্বাস দেন।
শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন মনে করে, ইমাম ও খতীবগণ সমাজের দীনি পথপ্রদর্শক। তাঁদের সম্মান, অধিকার ও নিরাপত্তা রক্ষা করা ধর্মীয় ও সামাজিক—উভয় দিক থেকেই অত্যন্ত জরুরি। এই ঘটনার শান্তিপূর্ণ ও ন্যায়সঙ্গত সমাধান তারই একটি বাস্তব দৃষ্টান্ত।
এই সুষ্ঠু সমাধানে আন্তরিক সহযোগিতা প্রদানকারী মসজিদ কমিটি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শুভাকাঙ্ক্ষী আলেম সমাজ এবং সংশ্লিষ্ট সকলের প্রতি শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশন, চাঁদপুর জেলা শাখা গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে।