1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
আলীকদমে দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত - mtvonlinenews
January 15, 2026, 3:39 am

আলীকদমে দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত

জেএম > হাশেম বান্দরবান জেলা প্রতিনিধি।
  • Update Time : Wednesday, December 10, 2025
  • 217 Time View

আলীকদমে দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ পালিত

“দুর্নীতি প্রতিরোধে সকলের অংশগ্রহণ নিশ্চিত হোক ন্যায়ভিত্তিক বিশ্ব” প্রতিপাদ্যকে সামনে রেখে আলীকদম উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড্ডয়ন, বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মৌলানা ফিরোজ আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি জুলকার নাঈন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মনজুর আলম। তিনি বলেন, “দুর্নীতি আজ পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্রের প্রতিটি সেক্টরে ছড়িয়ে পড়েছে। প্রশাসনের বাইরে ঘুষ বাণিজ্য, চাঁদাবাজি থেকে শুরু করে সর্বত্র দুর্নীতির পরিচর্যা চলছে। এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সবার আগে সচেতনতা বাড়ানো জরুরি। শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা জাগ্রত করতে পারেন এবং তরুণরাই দুর্নীতিবিরোধী শক্তির প্রধান নেতৃত্ব দেবে। সকলে এগিয়ে এলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আমরা সফল হবো।”

এসময় উপজেলা কৃষি অফিসার সোহেল রানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বলেন,
“দুর্নীতি শুধু প্রশাসনের মধ্যে সীমাবদ্ধ নয়, পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয় থেকেই দুর্নীতির জন্ম হয়। তাই পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে দুর্নীতিবিরোধী মানসিকতা গড়ে তুলতে হবে। সচেতন মানুষই দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ।”

সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি জুলকার নাঈন বলেন,
“দুর্নীতি আজ সর্বব্যাপী ছড়িয়ে গেছে। রাষ্ট্র ও সমাজের উন্নয়নে নাগরিকদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। সচেতনতা না থাকলে দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে ওঠে না। তাই সবাই মিলে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হবে।

মাধ্যমিক শিক্ষা অফিসার লিটু চট্টোপাধ্যায় বলেন, “দুর্নীতি দেশের অর্থনীতি, উন্নয়ন এবং সামাজিক ন্যায়বিচারকে বাধাগ্রস্ত করে। স্বচ্ছতা, জবাবদিহিতা, ডিজিটাল সেবা বৃদ্ধি এবং নৈতিক মূল্যবোধের চর্চা দুর্নীতি প্রতিরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

গণমাধ্যমের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাংবাদিক এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ। তিনি বলেন, “বিশ্বের ১৮০ দেশের মধ্যে দুর্নীতির সূচকে বাংলাদেশের অবস্থান বর্তমানে ১৫১তম। প্রশাসনিক কাঠামোর দুর্বলতা ও সামাজিক নৈতিকতার অবক্ষয় দুর্নীতিকে বিস্তার লাভ করতে সহায়তা করেছে। দুর্নীতিবিরোধী আন্দোলনে গণমাধ্যম সবসময় অগ্রণী ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতেও সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় সাহসী ভূমিকা পালন করবে।”

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পরিশেষে দুর্নীতিমুক্ত আলীকদম ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনে সকলের ঐক্যবদ্ধ অংশগ্রহণের প্রত্যয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category