1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
আলীকদমে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৭ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা - mtvonlinenews
January 15, 2026, 3:41 am

আলীকদমে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ৭ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা

এম টিভি নিউজ ডেক্স
  • Update Time : Thursday, December 18, 2025
  • 202 Time View

বান্দরবানের আলীকদমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে সাত লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ ১৮ ডিসেম্বর ২০২৫ইং তারিখ দুপুরে আলীকদম উপজেলার ১নং সদর ইউনিয়নের আমতলী পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে, দুপুর সাড়ে বারোটা থেকে শুরু করে দুইটা পর্যন্ত আলীকদম উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। উক্ত অভিযানে আলীকদম সেনা জোনের ক্যাপ্টেন মোঃ হিবরুল উম্মা হামীমের নেতৃত্বে, সেনাবাহিনীর একটি বিশেষ দল এবং আলীকদম থানার পুলিশ সহায়তা প্রদান করে।

অভিযান চলাকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ (চ) ধারা লঙ্ঘন করে স্ক্যাভেটর দিয়ে মাটি কাটার অপরাধে আবু হানিফ নামে এক যুবককে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়া মাটি পরিবহনে যুক্ত ৫টি ডাম্পার মালিকদের ৫০ হাজার টাকা করে মোট ২.৫ লক্ষ টাকা এবং ৩টি স্ক্যাভেটরের মালিকদের ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সব মিলিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৭ লক্ষ ৫০ হাজার টাকা।

অভিযান শেষে মাটি ভর্তি ৫টি ট্রাক এবং ৩টি
স্ক্যাভেটর জব্দ করে আলীকদম থানা হেফাজতে রাখা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে জব্দকৃত যানবাহন ও সরঞ্জামগুলো অবমুক্ত করা হবে। পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে পাহাড় কাটা ও মাটি উত্তোলন রোধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category