1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
৪০০ টি বৈদ্যুতিক বাস রাস্তায় নামাবে সরকার। - mtvonlinenews
January 15, 2026, 3:39 am

৪০০ টি বৈদ্যুতিক বাস রাস্তায় নামাবে সরকার।

এম টিভি নিউজ ডেক্স
  • Update Time : Thursday, December 18, 2025
  • 115 Time View

ঢাকার বাসে ‘যাত্রী কাড়াকাড়ি’ বন্ধে ৬৭১ কোটি টাকার পরিবহন তহবিল, ৪০০ বৈদ্যুতিক বাস নামবে

ঢাকার বিপর্যস্ত গণপরিবহন ব্যবস্থা সংস্কারের জন্য সরকার ৬৭১ কোটি টাকার পরিবহন তহবিল গঠন করছে। বিশ্বব্যাংকের সহায়তায় তৈরি এই ফান্ডের মাধ্যমে ঢাকায় ৪০০টি বৈদ্যুতিক বাস নামানো হবে, যা পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে।

এই প্রকল্পে ৪২৭ কোটি টাকা মূলধন হিসেবে বরাদ্দ থাকবে, আরেকটি ২৪৪ কোটি টাকা সিড ক্যাপিটাল হিসেবে থাকবে। সরকার বাস অপারেটরদের নির্দিষ্ট ফি দেবে এবং যাত্রী চাহিদা কম-বেশি হওয়ার ঝুঁকি নেবে। পুরোনো ডিজেলচালিত বাসগুলো ধীরে ধীরে তুলে নেওয়া হবে এবং মালিকদের ক্ষতিপূরণ দেওয়া হবে।

ঢাকার পরিবহন ব্যবস্থার দুর্বলতা দূর করতে সরকার গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো, যানজট কমানো এবং বাস সেবার মান উন্নত করতে এই উদ্যোগ নিয়েছে। বাস পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকবে অ্যাসেটকো নামে একটি রাষ্ট্রায়ত্ত কোম্পানি।

এ প্রকল্পের আওতায় তিনটি বৈদ্যুতিক বাস ডিপো তৈরি করা হবে এবং একটি ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম চালু করা হবে, যা বাসের অবস্থান ট্র্যাকিং, স্বয়ংক্রিয় ভাড়া আদায়সহ আরও অনেক সুবিধা দেবে। এই উদ্যোগের মাধ্যমে পরিবহন ব্যবস্থায় আধুনিকতা ও শৃঙ্খলা আনা হবে।

ঢাকার পরিবহন ব্যবস্থা বর্তমানে দূষণ, বিশৃঙ্খলা এবং যানজটের কারণে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে, যা এই প্রকল্পের মাধ্যমে মোকাবেলা করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category