1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই গুণী শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত - mtvonlinenews
January 15, 2026, 3:44 am

লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই গুণী শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

এস এম আকাশ > নিজস্ব প্রতিনিধি।
  • Update Time : Monday, November 17, 2025
  • 407 Time View

লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের দুই গুণী শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

 

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলায় নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন দুই গুণী শিক্ষক অংথোয়াইহ্লা মার্মা এবং জাইতুন্নাহার বেগম-এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৭ নভেম্বর ২০২৫ইং তারিখ) সকাল ১০ ঘটিতায় বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ.এম. ইমতিয়াজ।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রুবায়েত আহমেদ, লামা থানার অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী অফিসারের পত্নী মিসেস শাকিলা শারমিন এবং বিদায়ী শিক্ষকদ্বয় অংথোয়াইহ্লা মার্মা (সিনিয়র শিক্ষক) ও মিসেস জাইতুন্নাহার বেগম (সিনিয়র শিক্ষক)।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী শিক্ষকদের দীর্ঘ কর্মজীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে। তারা বলেন, দীর্ঘ পথচলায় তারা কেবল পাঠ্যপুস্তকের জ্ঞানই বিতরণ করেননি, তারা ছিলেন জ্ঞানের আলোকবর্তিকা। শিক্ষকতা তাদের কাছে কেবল একটি পেশা ছিল না, ছিল এক পবিত্র ব্রত। লামার এই শিক্ষাঙ্গনকে তারা নিজেদের ভালোবাসা ও অভিজ্ঞতার নির্যাস দিয়ে সমৃদ্ধ করেছেন।

বক্তারা আরও উল্লেখ করেন, শত শত শিক্ষার্থীর জীবনে তাঁরা এনেছেন ইতিবাচক পরিবর্তন, শিখিয়েছেন স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্ন পূরণের সাহস জুগিয়েছেন। আমরা বিশ্বাস করি, একজন ভালো শিক্ষক একজন ছাত্র-ছাত্রীর জীবনকে চিরকালের জন্য বদলে দিতে পারেন। আমাদের এই দুই গুণী শিক্ষক সেই বিরল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন, যাঁদের দেখানো পথে হেটে আজ অনেকেই সমাজে প্রতিষ্ঠিত।

শিক্ষক মণ্ডলীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তারা বলেন, এতগুলো বছর ধরে আপনারা যে ধৈর্য, নিষ্ঠা এবং ভালোবাসা দিয়ে আমাদের পাশে ছিলেন, তার ঋণ শোধ করার নয়। আপনাদের অবসর জীবন হোক সুস্থ, সুন্দর ও আনন্দময়। আপনারা আমাদের মাঝে না থাকলেও, আপনাদের দেওয়া শিক্ষা ও অনুপ্রেরণা চিরকাল আমাদের চলার পথের স্মরণীয় হয়ে থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category