1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার - mtvonlinenews
November 16, 2025, 11:18 pm

মারকাযুল উলূম খুলনা’র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার

‎শেখ নাসির উদ্দিন খুলনা > নিজস্ব প্রতিনিধি।
  • Update Time : Thursday, November 6, 2025
  • 76 Time View

মারকাযুল উলূম খুলনা’র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার।

বাংলাদেশের সর্বস্তরের মুসলমানদের মধ্যে ওয়াজ মাহফিল দীর্ঘদিন ধরে ঈমান, আমল ও ইসলামী চেতনা জাগানোর এক মহান মাধ্যম হিসেবে ভূমিকা রেখে আসছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার (৭ নভেম্বর) বাদ আসর থেকে দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী ইসলামী বিদ্যাপীঠ জামি’আ ইসলামিয়া মারকাযুল উলূম খুলনা’র ২০তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।

জামি’আর প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদীস আল্লামা মুফতী গোলাম রহমান সাহেবের সভাপতিত্বে উক্ত মাহফিলে যে সকল অতিথিবৃন্দ নসিহত পেশ করবেন বাদ মাগরিব খুলনা বিশ্ববিদ্যালয় জামে মসজিদের খতিব মুফতী আবদুল কুদ্দুস।

‎বাদ ইশা গাউসিয়া মার্কেট জামে মসজিদ, ঢাকার খতিব মুফতী আবদুল্লাহ ইয়াহ্ইয়া, জামিআতুল মানহাল উত্তরা, ঢাকার শায়খুল হাদীস মাওলানা আদনান মাসউদ,উম্মুল মাদারিস আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী, চট্টগ্রামের নাজেমে দারুল ইকামা মাওলানা শুয়াইব আলমপুরী।

এ ছাড়াও জামি’আর ফুযালাদের পাগড়ী প্রদান পর্বে মঞ্চে উপস্থিত থাকবেন জামি’আর প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদীস আল্লামা মুফতী গোলাম রহমান সাহেব। খুলনা দারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ সাহেব ও ফুলবাড়িগেট মাদরাসার মুহতামিম মুফতী গোলামুর রহমান সাহেব।

উক্ত মাহফিলে সফলের লক্ষ্যে সকল স্তরের হিতাকাঙ্খিদের প্রতি আকুল আবেদন করেছেন জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশের সভাপতি ও মারকাযুল উলূম খুলনার নায়েবে মুহতামিম মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া সাহেব।

সর্বস্তরের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমার উদাত্ত আহ্বান থাকবে ওয়াজ মাহফিলকে দাওয়াতি মঞ্চ হিসেবে ব্যবহার করুন। ইসলামী দাওয়াতের এ ধারাকে আরও শক্তিশালী করতে দেশের প্রতিটি শহর ও গ্রাম-মহল্লায় বিশেষ করে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ওয়াজ মাহফিলের আয়োজনে নিয়মিত সহযোগিতা করুন। এতে একদিকে যেমন আল্লাহর সন্তুষ্টি অর্জন হয়, অন্যদিকে দেশে শান্তি, সৌহার্দ্য ও ঈমানী জাগরণ প্রতিষ্ঠিত হয়। সমাজে দীন প্রচার ও সংস্কারমূলক কার্যক্রম আরও বেগবান করতে সহায়তার হাত বাড়িয়ে দিন। আল্লাহ আমাদের সকলের দ্বীনি খেদমতকে কবুল করুন! আমীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category