মাদকবিরোধী লড়াইয়ে মানবিক উদ্যোগ: মাদকাসক্ত ব্যক্তির পুনর্বাসনে সহায়তা করলো র্যাব-১৫
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB)-১৫ মাদকবিরোধী কার্যক্রমকে কেবল আইন প্রয়োগের সীমায় নয়, বরং সামাজিক ও মানবিক দায়বদ্ধতার পর্যায়ে উন্নীত করেছে। এরই ধারাবাহিকতায় আজ কক্সবাজারস্থ “নোঙর” নামক মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে এক মাদকাসক্ত ব্যক্তিকে ভর্তি করানো হয়, যার আর্থিক দায়ভার গ্রহণ করেছে র্যাব -১৫।’
উল্লেখ্য, গত ০৫ নভেম্বর ২০২৫ তারিখে উখিয়া থানার পালংখালী উচ্চ বিদ্যালয়ে র্যাব-১৫ এর আয়োজনে “মাদকবিরোধী জনসচেতনতা সভা” অনুষ্ঠিত হয়। ওই সভায় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, আর্টিলারি বলেন— “যারাই মাদকের বিরুদ্ধে লড়বে, তারাই হবে মাদকযোদ্ধা।” তিনি আরও ঘোষণা দেন যে, কেউ যদি আর্থিক অস্বচ্ছলতার কারণে মাদকাসক্ত কাউকে পুনর্বাসন করতে না পারেন, তাহলে র্যাব-১৫ তাদের পাশে দাঁড়াবে এবং প্রয়োজনে আর্থিক সহায়তা প্রদান করবে।’
অধিনায়কের সেই মানবিক প্রতিশ্রুতির বাস্তবায়ন আজ ঘটল। ‘নোঙর’ নিরাময় কেন্দ্রে ভর্তি হওয়া মাদকাসক্ত ব্যক্তির চিকিৎসা ও পুনর্বাসন ব্যয়ের এককালীন সহায়তা তুলে দেন র্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান, আর্টিলারি। সহায়তা গ্রহণ করেন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় তিনি বলেন, ‘র্যাব শুধু আইন প্রয়োগকারী সংস্থা নয়, এটি একটি মানবিক সংগঠন। আমরা চাই মাদকাসক্তরা সমাজে ফিরুক, পরিবারে ফিরুক, এবং নতুন জীবনের স্বপ্ন দেখুক।’
তিনি আরও জানান, র্যাব-১৫ মাদকবিরোধী অভিযানের পাশাপাশি সমাজে সচেতনতা সৃষ্টি, পুনর্বাসন সহায়তা, এবং তরুণ প্রজন্মকে মাদকের ধ্বংসাত্মক প্রভাব থেকে রক্ষায় নানা কর্মসূচি গ্রহণ করেছে। ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’
এই উদ্যোগের মাধ্যমে র্যাব-১৫ মাদকবিরোধী লড়াইকে আরও মানবিক ও অংশগ্রহণমূলক পর্যায়ে নিয়ে গেছে। এতে একদিকে যেমন মাদকাসক্তদের পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হচ্ছে, তেমনি সমাজে সহমর্মিতা ও দায়বোধের অনুপ্রেরণাও ছড়িয়ে পড়ছে।’