“নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক নিশ্চিতকল্পে সম্মানিত স্টেকহোল্ডারদের সঙ্গে মত মতবিনিময় সভা অনুষ্ঠিত”
১১ নভেম্বর ২০২৫ইং তারিখ পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বান্দরবান পার্বত্য জেলা পুলিশ কর্তৃক আয়োজিত যথাযথ ট্র্যাফিক ব্যবস্থাপনার মাধ্যমে নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক নিশ্চিতকল্পে সম্মানিত স্টেকহোল্ডারদের সঙ্গে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।’
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার।’
এতে পুলিশ সুপার সম্মানিত স্টেকহোল্ডারদের বক্তব্য শোনেন এবং তাদের বক্তব্য শুনে বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও যানবাহন চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠায় প্রত্যেকের সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য।
তিনি আরও বলেন, পুলিশ এককভাবে নিরাপদ সড়ক নিশ্চিত করতে পারবে না, এজন্য পরিবহন মালিক,
শ্রমিক, ট্র্যাফিক পুলিশ, পৌরসভা, জেলা প্রশাসন’সহ সকল সংশ্লিষ্ট পক্ষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।’
তিনি উল্লেখ করেন, চালক ও পথচারীদের ট্র্যাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, যানবাহনের নিয়মিত ফিটনেস পরীক্ষা, নির্দিষ্ট স্থানে পার্কিং নিশ্চিতকরণ এবং বিদ্যালয়ের সামনে স্কুল সময়কালে ট্র্যাফিক নিয়ন্ত্রণের বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
সর্বশেষ তিনি সকল স্টেকহোল্ডারদের সহযোগিতায় বান্দরবান জেলায় “নিরাপদ ও সুশৃঙ্খল সড়ক গড়ার প্রত্যয়” ব্যক্ত করেন এবং প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে আন্তরিকভাবে কাজ করার
আহ্বান জানান।’
এসময় বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধি, পৌরসভা প্রতিনিধি, সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।’