1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত। - mtvonlinenews
January 15, 2026, 3:38 am

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত।

এম টিভি নিউজ ডেক্স
  • Update Time : Sunday, December 7, 2025
  • 256 Time View

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত।

বান্দরবানের আলীকদম উপজেলা গত ৬ ডিসেম্বর শনিবার বিকাল ৪ ঘটিকার সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাওলানা মাসুক ইলাহির সভাপতিত্বে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়,

এতে আলীকদম উপজেলা জামায়াত ইসলামির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সহ একটি মিছিল বের হয়, মিছিল টি আলীকদম চৌমুহনী হতে ক্যান্টিনের মোড় হয়ে বান্দরবান ৩০০ আসনের সংসদ পদপ্রার্থী এডভোকেট আবু কালাম সহ স্থানীয় ব্যবসায়ী এবং জনগণের সাথে হাত মিলিয়ে মিছিলে মিছিলে আলীকদম বাজার ব্যবসায়ী সবার সাথে হাত মিলিয়ে সাক্ষাৎ করে বাজার মধ্যস্থল প্যান্ডেলে এসে সবাই উপস্থিত হন।

উক্ত পথসভায় উপস্থিত ছিলেন সভাপতিত্বে আলীকদম উপজেলা জামাত ইসলামের আমির মাওলানা জনাব মাসুক এলাহি সাহেব, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান ৩০০ নং আসন পদপ্রার্থী জনাব এ্যাডভোকেট আবুল কালাম, এবং বিশেষ আলোচক হিসেবে ছিলেন বান্দরবান জামাত ইসলামির সাম্মানিত আমির সাহেব,

উত্তর পথসভায় উপস্থিত ছিলেন ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মাওলানা হাজী আবুজার গ্যাপারী সাহেব, আরো উপস্থিত ছিলেন আলীকদম ইসলামিয়া দাখিলমাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব আব্দুল হক সাহেব।

উক্ত পথ সভায় বান্দরবান জেলার জামায়াত ইসলামির আমির সাহেব বলেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের কোন জাতির কোন ভেদাভেদ নেই সবারই সমান অধিকার, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দলে পার্লামেন্টে কোন ভেদাভেদ নেই সুতরাং বান্দরবান ৩০০ নং আসনে দাঁড়িপাল্লা মার্কায় জয়যুক্ত করে দেশ এবং জাতির সেবা করার সুযোগ দেবে বলে স্থানীয় সাধারণ জনগণের মাঝে এআশা ব্যাক্ত করেন।

এতে মাওলানা আব্দুল হক সাহেব স্থানীয় সাধারণ জনগণকে উদ্দেশ্য করে বলেন অতীতে আপনারা শান্তিতে থাকতে পারেন নাই কেও করেছে দুর্নীতির শাসন,কেও করেছে মানবতাবিরোধী শাসন, এইশাসনে দেশ এবং জাতিকে শান্তি দিতে পারে নাই আপনারা যদি দাড়ি পাল্লায় ভোট দেন তাহলে সঠিক শান্তি কায়েম হবে ইনশাআল্লাহ।

এদিকে আলীকদম ইসলামিয়া দাখিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব হাজী আবুজার গ্যাপারী সাহেব বলেন দীর্ঘ ১৭ টি বছর অত্যাচার জুলুমি নির্যাতনের ভোগান্তি ভোগে আসতেছেন, সুতরাং বান্দর বান্দরবান ৩০০ আসনের দাঁড়িপাল্লা মার্কায় মনোনীত প্রার্থী কে ভোট দিয়ে জয়যুক্ত করলে এতে জাতির শান্তি সম্প্রীতি রক্ষা হবে এবং সঠিক শাসন কায়েম হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন মা বোনের ইজ্জত রক্ষা ও প্রতিবন্ধকতা দূর হবে। এবং সকল জাতির গোষ্ঠীর কোন ভেদাভেদ থাকবে না, ধর্মবর্ণ নির্বিশেষে শান্তিতে থাকতে পারবে।

এদিকে উক্ত পথসভায় বান্দরবান ৩০০ নং আসনের দাড়িপাল্লা মার্কায় পদপ্রার্থী জনাব এডভোকেট আবুল কালাম সাহেব হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ে, বাঙালি, এবং সকল জাতিকে উদ্দেশ্য করে বলেন, একজন মুসলিম হিসেবে যে অধিকার সকল জাতির সেই সকলের সমান অধিকার রয়েছে, তাই দাড়ি পাল্লা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন যেন কোরআনের সঠিক আইন ও দেশ এবং জাতি সম্প্রীতি রক্ষায় শান্তিতে বসবাসের উপযোগী ব্যবস্থা আপনাদের করতে পারি। এবং আপনাদের সকল সেবায় আমি নিয়মিত শিরোধার্য হবো বলে জাতির মধ্যে তিনি জানিয়ে দেন।

পরিশেষে আলীকদম উপজেলা জামায়াত ইসলামির আমির মাওলানা মাসুক এলাহি বক্তব্যে তিনি বলেন দল বল নির্বিশেষে আমরা সবাই মানুষ কোন ধর্ম জাতিগোষ্ঠী কোন ভেদাভেদ নেই সবার সমান অধিকার রয়েছে তাই আলীকদমবাসী সাধারণ জনগণের সেবামূলক কাজে নিয়োজিত থাকার সুযোগ করে দেবেন। দেশ এবং জাতির এই বান্দরবানের আলীকদম উপেলার উন্নয়নের সেবা করার সুযোগ দেয়া হোক বলে এই আশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category