1. : admin :
  2. alhasantune@gmail.com : siteaditor :
জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জিএম আইটি প্রেজেন্ট বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন-৪ - mtvonlinenews
January 15, 2026, 3:38 am

জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো জিএম আইটি প্রেজেন্ট বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন-৪

এম টিভি নিউজ ডেক্স
  • Update Time : Sunday, December 14, 2025
  • 121 Time View

বাংলাদেশ গ্রীনলিফ কালচারাল ফোরাম ও গ্রিনলিফ ম্যাগাজিনের যৌথ উদ্যোগে রাজধানী ঢাকার এক চার তারকা হোটেলে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় বিজিসিএফ অ্যাওয়ার্ড সিজন-৪।।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, জনপ্রিয় চিত্রনায়ক মাসুদ পারভেজ সোহেল রানা,প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর চেয়ারম্যান জনাব কামরুল কায়েস চৌধুরী,অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গ্রীনলিফ ম্যাগাজিনের উপদেষ্টা ও আমাদের আলোকিত সমাজের চেয়ারম্যান জনাব মো: কামরুল ইসলাম এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সচিব আবুল কালাম আজাদ,অতিরিক্ত সচিব ও অভিনেতা পীরজাদা শহিদুল হারুন,বিএফডিসির সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডিএ তায়েব,জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র আহবায়ক,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য লিয়াকত আলী, অধ্যাপিকা ডাঃ জিনাত বেগম(উপাধ্যক্ষ আশিয়ান মেডিকেল কলেজ ও হাসপাতাল, ডিপার্টমেন্ট প্রধান,গাইনী ও প্রসূতি বিভাগ,সাবেক সহযোগী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল)
জনপ্রিয় চিত্রনায়িকা রেনু রোজিনা, জনপ্রিয় সংগীত শিল্পী রবি চৌধুরী, জনপ্রিয় সংগীত শিল্পী রিজিয়া পারভীন,আখি আলমগীর,মিডিয়া ব্যাক্তিত্ব কারু কৃষাণ,মেরেজ সলিউশন এর চেয়ারম্যান শাখাওয়াত হোসেন শুভসহ অন্যান্য গুনীজন।।

২০২৪ এর বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ স্মরণে এক মিনিট নীরবতা পালন ও জাতীয় সংগীত এর মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়।।অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা,জনপ্রিয় চলচ্চিত্র নায়ক মাসুদ পারভেজ সোহেল রানা কে আজীবন সম্মাননা দেয়া হয় গ্রীণলিফ পরিবারের পক্ষ থেকে।। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৪০ টি ক্যাটাগরিতে বিশিষ্ট ব্যক্তি ও গুনীজনদের সম্মাননা প্রদান করা হয়।

সেরা গায়ক হিসেবে সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট সংগীত শিল্পী মনির খান, ররি চৌধুরী, রিজিয়া পারভীন,গুনী সিনিয়র চলচ্চিত্র নায়িকা রেনু রোজিনা,জনপ্রিয় চিত্র নায়িকা আচল আখি,চিত্র নায়িকা ফারিন খান,চিত্র নায়িকা প্রার্থনা ফারদিন দিঘী,চিত্র নায়ক ডিএ তায়েব, চিত্র নায়িক জয় চৌধুরী, চিত্রনায়ক বাপ্পি চৌধুরী,অভিনয় শিল্পী তানহা তাসনিয়া, অভিনয় শিল্পী ও কন্টেন্ট ক্রিয়েটর রেহানা, অভিনয় শিল্পী পারসা ইভানা, সংগীত শিল্পী ইপা,জনপ্রিয় শিশু শিল্পী দিশা মনি, শিশু শিল্পী আলেশা হোসাইন, শিশু শিল্পী তাসিন,তাজিম, জনপ্রিয় ব্যান্ড প্রোমোটার বারিশ হক, ফ্যাশন কোরিওগ্রাফার গৌতম সাহা, নৃত্য শিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, ইনফ্লুয়েঞ্জার সানজিদা সায়মা, উদ্যোক্তা মিথিলা ইসলাম সহ বিভিন্ন সেক্টরে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিবর্গ ও গুনীজনকে সম্মাননা,সার্টিফিকেট প্রদানের পাশাপাশি পরিবেশন হয় জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। বাবল ব্লুর মডেলদের দিয়ে ফিটন খানের কোরিওগ্রাফিতে ফ্যাশন শো অনুষ্ঠিত হয় পাশাপাশি চলে নৃত্য পরিবেশনা।

প্রধান অতিথি ও বিজিসিএফ আজীবন সম্মাননা পেয়ে মাসুদ পারভেজ সোহেল রানা বলেন, যে দেশে গুনীর কদর নেই সেই দেশে গুনীরা জন্ম নেয়না, আজ আমি অনেক আনন্দিত ও বিজিসিএফ পরিবার এর নিকট কৃতজ্ঞ।।নানান সময়ে তারা এভাবে গুনীদের সম্মানিত করে যাবে এই প্রত্যাশা করি।
গ্রীণলিফ ম্যাগাজিন সম্পাদক ও বিজিসিএফ পরিচালক তসলিম হাসান হৃদয় বলেন, আমরা সব সময় চেষ্টা করি ব্যতিক্রম কিছু করতে,নতুন কিছু উপহার দিতে।।আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে চাই,নতুন প্রজন্মের সামনে।আগামীদিনেও গ্রীণলিফের সকল পরিবেশনায় এর ধারাবাহিকতা বজায় থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category