আলীকদম পুয়ামুহুরি সীমান্তে সড়কে আরকানের মাইন বিস্ফোরণের ঘটনায় আহত-১ নিহত উদ্ধার-১।
বান্দরবানের আলীকদমে বাংলাদেশের আর্দ সীমান্তে সড়কে আরকানের মাইন বিস্ফোরণের ঘটনায় একজন আহত ও নিহত একজন কে উদ্ধার- করে প্রসাশন এতে ঘটনার ৪ দিন পরে সীমান্ত সড়কে বাংলাদেশী নাগরিক মেনথ্যাং ম্রো (৪০)-এর মৃতদেহ উদ্ধার…
গত ১৩ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ-আলীকদম পোয়ামুহুরী সীমান্ত ৩০ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সীমান্ত ৫৪ -৫৫ পিলারের মধ্যবর্তী বাংলাদেশ সীমানায় ম্রো সম্প্রদায়ের চাষ কৃত পাহাড়ে আবাদি জুম ক্ষেতে মরিচ উঠানোর সময় –
সীমান্তে,,ওত পেতে থাকা আরাকানের হামলার শিকার হয় বাংলাদেশী দুই ম্রো সদস্য, এতে একজনের মৃত্যু হয়, অন্যজন আহত হয়,, আহত ব্যক্তি প্রাণ বাঁচানোর জন্য ওই দিন তার নিজ বাসা-৪ নং করুক পাতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড গর্জন পাড়ায় চলে আসে।
গত- ১৫ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ,সংবাদ কর্মী-অত্র এলাকার ঘটনাস্থলে-সঠিক তথ্য উদঘাটনের লক্ষে নিউজ সংগ্রহের -জন্য যাওয়া হয়, তার-একদিন পর-১৬ ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, রোজ বৃহস্পতিবার, বিকাল আনুমানিক ০৩:০০ ঘটিকার সময়,,
রামু ব্যাটালিয়ন ৩০ বিজিবি, ও পোয়া মুহুরী সীমান্ত বিউপি’র আওতাধীন, বিউপি ক্যাম থেকে-০১-কিলোমিটার পশ্চিম উত্তরে-সড়কের মধ্যে “মেনথ্যাং ম্রো ৪০, পিতাঃ তাংলাই,ম্রো-৮ নং ওয়ার্ড,৪ নং কুরুক পাতা ইউপি, বর্তমান ঠিকানা, ছোটব্যতি এলাকার পশ্চিম উত্তর অংশে নতুন পাড়ার,বাসিন্দা, এর, উক্ত ঘটনা’র মৃত দেহটি,বিউপি বিজিবি সদস্যরা উদ্ধার করেন।
খবর পেয়ে আলীকদম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়,ও পোয়া মুহুরী বিউপি’র দায়িত্বরত বিজিবিক সদস্য হতে -মৃত ব্যক্তির, মরদেহ,-আলীকদম থানা পুলিশ” থানা হেফাজতে নিয়ে আসে, উক্ত মৃতদেহের, সুরতাল পোসম্যাডাম কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।